CA salary and job

সিএ পড়ে কেমন চাকরি পাওয়া যায়? বাংলাদেশে একজন সিএ এর বেতন কত?

সিএ পড়ে খুব দ্রুত ভালো চাকরি পাওয়া যায়। ২১শে আগস্ট ২০২৩ এ দেশের সবচেয়ে বড় জব সার্কুলার প্লাটফর্ম বিডিজবস ডট কমে একাউন্টিং এবং ফিন্যান্স সেক্টরে মোট ৪১৬টি জব সার্কুলার ছিলো। এর মধ্যে ১১৬ টা জব সার্কুলারে সিএ সিসি (CA CC) এর রিকোয়ারমেন্ট ছিলো।

এখানে উল্লেখ্য যে ছোটো কোনো প্রতিষ্ঠান কিংবা ছোটো পজিশন গুলোর জন্য সিএ সিসি (CA CC) রিকোয়ারমেন্ট থাকে না। কারণ সিএ সিসি করে কেউ উক্ত পজিশনে জব করতে যাবে না।

তাহলে আসুন জেনে নেই সিএ করে কি কি জব পাওয়া যায়। তার আগে জেনে নেই, একজন চার্টার্ড একাউন্টেন্ট এর কাজ কি? এবং সিএ স্টুডেন্টরা কি কি বিষয়ে পারদর্শী।

চার্টার্ড একাউন্টেন্ট এর কাজ কি?

যারা সিএ এর মোট ১৭টি সাবজেক্ট এর সবগুলো পাশ করে ফেলেন তারা চার্টার্ড একাউন্ট্যান্ট। একজন চার্টার্ড একাউন্ট্যান্ট এর নিন্মলিখিত বিষয় গুলোর ওপর বিশেষ জ্ঞান ও প্রশিক্ষন থাকে-

  • নিরীক্ষা বা অডিট
  • ফাইনান্সিয়াল একাউন্টিং
  • ম্যানেজমেন্ট একাউন্টিং
  • ফাইননান্সিয়াল ম্যানেজমেন্ট
  • বিজনেস ল’
  • ট্যাক্স ও ভ্যাট
  • বিজনেস ম্যানেজমেন্ট

সিএ পাশ করার পর একজন চার্টার্ড একাউন্ট্যান্ট চাইলে নিজে সিএ ফার্ম খুলে বিজনেস কন্সাল্টেন্সি, অডিট, ট্যাক্স ভ্যাট সার্ভিস সহ বিভিন্ন সার্ভিস দিতে পারেন। অথবা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজারিয়াল কোনো পজিশনে জব নিতে পারেন।

সিএ পাশ না করলে চাকরি পাওয়া যায়?

যারা সব গুলো সাবজেক্ট পাশ করতে পারেন নি তাদের যোগ্যতা ও জ্ঞান বিবেচনায় বিভিন্ন পজিশনে জব হয়ে থাকে। কোম্পানির হিসাব রক্ষন, ট্যাক্স ও ভ্যাট, কমার্শিয়াল, ইন্টারনাল অডিট ইত্যাদি পজিশনে জব হয়ে থাকে।

বাংলাদেশে সিএ এর বেতন

অনেকে একজন CA মাসিক বেতন কত তা জানতে আগ্রহী হন। আসলে যোগ্যতা, অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একেক জনের বেতন হয়ে থাকে। মানে ব্যাপারটা বেশ আপেক্ষিক। তবে আশেপাশের অনেককে দেখে এভারেজ ধারণা- নতুন সিএ পাশ করে সর্বনিন্ম সিক্স ডিজিট স্যালারিতে জয়েন করতে পারেন। মানে ১ লক্ষ টাকার বেশি বেতন। পার্টলি কোয়ালিফাইড হলে ৫০,০০০ থেকে শুরু করতে পারেন। যারা শুধু সিসি শেষ করে আর কোনো লেভেল শেষ করতে পারেণ না তারা সাধারনত ৩০,০০০/৩৫০০০ টাকা দিয়ে শুরু করেন।

শেষ কথা

নিন্মোক্ত বিষয়ের ওপর স্যালারি নির্ভর করে-

কাজের জ্ঞান ও পারদর্শিতা

চাকুরীর মৌখিক পরীক্ষার সময় প্রাকটিকাল কাজের ব্যপারে অনেক যাচাই করা হয়। যারা ভালো কাজ জানে তারা তুলনামূলক বেশি স্যালারিতে জয়েন করতে পারেন।

সাবজেক্ট বা লেভেল পাশ

কয়টি লেভেল পাশ হয়েছে এবং কোন কোন সাবজেক্ট পাশ হয়েছে ।

নেটওয়ার্ক ও নেগশিয়েশন পাওয়ার

কমিউনিকেশন ও নেগশিয়েশণ প্রফেশনাল লাইফে অনেক উপকার করে। স্যালারি নির্ধারনে এর অনেক বড় ভূমিকা আছে। ফার্মের রেপুটেশনঃ ভালো ফার্ম থেকে পাশ করলে অপেক্ষাকৃত বেশি বেতনে জব শুরু করা যায়। যদিও দিন শেষে সব থেকে বেশি কাজে লাগে জ্ঞান ও কাজের দক্ষতা তা যে ফার্ম থেকেই সিসি শেষ করা হোক।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।