সিএ ফার্মে ভর্তি এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে বিস্তারিত তথ্য

CA Admission test question

সিএ ফার্মে ভর্তি হতে হলে প্রথমে আপনাকে সিএ ফার্মে সিভি দিতে হবে। সিএ ফার্মে সিভি দেয়ার পরে তাদের পছন্দসই ক্যান্ডিডেটদের রিটেন এক্সাম ও পরবর্তীতে ভাইভার নেয়া হয়।

কোন ধরনের ফার্মে ভর্তি হবেন?

বাংলাদেশে ২০০ এর বেশি সিএ ফার্ম আছে। এর মধ্যে ৪০/৪৫ টি এ (A) ক্যাটাগরির, বাকি কিছু বি (B) ক্যাটাগরির এবং কিছু সি (C)ক্যাটাগরির। এই ক্যাটাগরি দিয়ে ফার্মের মান কেমন তা বুঝায়।

সব সময় এ ক্যাটাগরি থেকে প্রথম সারির কোনো ফার্মে জয়েন করা উত্তম।

কেনো ভালো ফার্মে জয়েন করা উচিত?

  • প্রথম সারির ফার্ম গুলোর ক্লায়েন্ট বেজ ভালো থাকে
  • স্টুডেন্টদের কোয়ালিটি ভালো থাকে
  • ফার্মে কাজ করার ও পড়াশুনার পরিবেশ থাকে
  • অনেক কাজ শেখার সুযোগ থাকে
  • এক্সামে ছুটি নিশ্চিত করা হয়
  • আইসিএবির পলিসি অনুসারে এলাউন্স ও অন্যান্য সুবিধা প্রদান করে
  • জব মার্কেটে অনেক সিনিয়র পাওয়া যায়

সিএ ভর্তি পরীক্ষার প্রশ্ন

এক এক ফার্ম তাদের মত করে ভিন্ন ভিন্ন ভাবে প্রশ্ন প্রনয়ন করে থাকে। এবং সেই প্রশ্নে লিখিত পরীক্ষা গ্রহন করে থাকে। তাই এই পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই।

তবে প্রথম সারির অনেক ফার্মের লিখিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষন করে দেখা গেছে প্রশ্ন গুলো ব্যবসায় শিক্ষা বিভাগের বেসিক ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং ইংরেজী ও হিসাব বিজ্ঞান বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়।

কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন হয়?

সিএ সম্পর্কিত

প্রায় সব ফার্মের এক্সামে একটা কমন প্রশ্ন থাকে-

Why do you want to be a chartered accountant?

হিসাব বিজ্ঞান

সিএ যেহেতু হিসেব বিজ্ঞান নিয়েই অধিকাংশ পড়াশুনা তাই এই বিষয়ের নলেজ যাচাই করা হয়। সমন্বয় জাবেদা, ব্যাংক সমন্বয় বিবরনী, কুঋন ও সঞ্চিতি, অবচয় ও অবলোপন, রেশিও এনালাইসিস ইত্যাদি টপিকস থেকে প্রশ্ন হয়ে থাকে।

ইংরেজি

সিএ ফার্মের এডমিশনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেয়া হয় ইংরেজি বিষয়ের প্রতি।
যেহেতু সিএ এর পুরো কারিকুলার ইংরেজিতে তাই একজন শিক্ষার্থী কেমন লিখতে পারে তা যাচাই করা হয়।

  • Free hand writing on various topics- essay, paragraph, letter
  • Phrase & Idioms
  • Translation
  • Filling the blanks

ব্যবসায় সম্পর্তিত সাধারন জ্ঞান

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নীতি, অর্থনীতি, মার্কেটিং, বিভিন্ন একাউন্টিং বডি যেমন- ICAB, IASB এর ফুল ফর্ম ও সিএ সম্পর্কিত টার্মস এর ফুল ফর্ম, CA, ACA, FCA আসতে পারে। তবে এগুলো খুব সামান্য পরিমানে আসে।

গনিত

অনেক ফার্মে গনিতের দক্ষতা যাচাই করা হয়। বিশেষ করে হুসেইন ফরহার এন্ড কোং এর এক্সামে ৫০ মার্কের গনিত থাকে। অন্যদিকে অনেক ফার্মের প্রশ্নে এও দুইটা গনিত প্রশ্ন থাকে। সেক্ষত্রে দশমিক সংখ্যার গুন, ঐকিক নিয়ম, সরল এই সব থেকে প্রশ্ন হয়।

সিএ ভর্তি পরীক্ষায় ভালো করার উপায়ঃ

আপনাকে যে ফার্ম থেকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে সেই ফার্মের কোনো স্টুডেন্ট থেকে জেনে নিন কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে? ফ্রি হ্যান্ড ইংরেজি ভালো লিখে আসতে পারলে প্লাস পয়েন্ট। এইচএসসি এবং অনার্স লেভেলে আপনার ভালো পড়াশুনা থাকলে এমনিই ভালো এক্সাম হবে।

আর ভাইভাতে অনেক কনফিডেন্ট থাকবেন। সংগত কারনেই কেনো সিএ করতে চান, সিএ সম্পর্কে কোথা থেকে জেনেছেন, বাবা বা অভিভাবক কি করেন, পড়াশুনার খরচ কে চালাবে ইত্যাদি ব্যাক্তিগত প্রশ্ন করবে। তাই এগুলোর জবাব আগে থেকেই প্রস্তুত করে রাখবেন যাতে তখন ভাবতে না হয়।

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।