ভ্যাট কিভাবে বের করে?

How to calculate VAT
How to calculate VAT in Bangladesh

ভ্যাট নির্ণয়ের জন্য কয়েকটি তথ্য জানতে হয়। প্রথমত যে পন্য বা সেবার ওপর ভ্যাট নির্ণয় করা হবে সেটির জন্য ভ্যাট এর হার কত পারসেন্ট; পণ্যের মূল্যের সাথে ভ্যাট সংযুক্ত নাকি সংযুক্ত নেই (VAT inclusive or not)।

আমরা এখন ব্যাখ্যা সহ ভ্যাট নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো-

ব্যাংলাদেশে ভ্যাটের হার কত?

বাংলাদেশের ভ্যাট আইনে (মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২) কিছু পণ্যকে ভ্যাট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর মানে হলো এই সমস্ত পণ্য বা সেবার ওপর কোনো ভ্যাট দিতে হবে না।

এই তালিকাভুক্ত পণ্য বা সেবা ব্যাতীত সকল পণ্য বা সেবার ওপর ভ্যাট প্রদান করতে হয়। 

যে সকল পণ্য বা সেবার ওপর ভ্যাট প্রদান করতে হয়, এখানেও ভ্যাটের হারের কিছু বিধান আছে- যেমন কিছু পণ্যের ওপর ০% ভ্যাট হয়, কিছু পণ্যের ওপর ৫% ভ্যাট হয়, কিছু পণ্য বা সেবার ওপর ৭.৫% এবং কিছু পণ্য বা সেবার ওপর ১৫% ভ্যাট হয়।

মূসক ২৪০/আইন অনুসারে ভ্যাট হারের তালিকা নিন্মরূপঃ

তালিকা

ভ্যাট থেকে অব্যহতি প্রাপ্ত পণ্য ও সেবা এবং সুনির্দিষ্ট হার উল্লেখ করা পণ্য ও সেবা ব্যাতীত সকল পণ্য ও সেবার ওপর ১৫% হারে ভ্যাট দিতে হবে।

হিসাব বিজ্ঞানের অংক করার সময় প্রশ্নে ভ্যাটের হার উল্লেখ না থাকলে ১৫% ধরে করতে হবে।

বাংলাদেশে ভ্যাটের স্ট্যান্ডার্ড হার হলো ১৫%। অর্থ্যাৎ 

ভ্যাট নির্ণয়ের সূত্র

আমরা যখন পণ্য ক্রয় বা বিক্রয় করি তখন উক্ত মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভূক্ত থাকতে পারে আবার অন্তভূক্ত নাও থাকতে হবে। যেমনঃ ভ্যাট সহ ক্রয়মূল্য ৫০,০০০ টাকা। দোকানে আমরা কোনো পণ্য কিনলে মোড়কের গায়ে দাম লেখা থাকে এবং ব্রাকেটে লেখা থাকে ভ্যাট অন্তর্ভূক্ত। তার মানে হলো উক্ত মূল্যের সাথে ভ্যাট যুক্ত আছে। 

ধরি পণ্যের মূল্য ৫২০ টাকা। এই ৫২০ টাকার মধ্যে ভ্যাট যুক্ত করা আছে। তাহলে ভ্যাট হবে = (ক্রয়/বিক্রয় মূল্য x ১৫) ÷ ১১৫ 

অন্যদিকে যদি মূল্যের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত না থাকে তখন ভ্যাট হবে = (ক্রয়/বিক্রয় মূল্য x ১৫%) । মানে, (ক্রয়/বিক্রয় মূল্য x ১৫) ÷ ১০০ 

সাধারণত ক্রয় বা বিক্রয় চুক্তির সময় ক্রেতা এবং বিক্রেতা নির্ধারন করেন উক্ত মূল্য ভ্যাট সহ নাকি ভ্যাট ছাড়া। কন্ট্রাক পেপারে লেখা থাকে VAT inclusive অথবা VAT exclusive

ভ্যাট ক্যালকুলেশনের ফর্মুলা/ভ্যাট নির্ণয়ের সূত্র

ভ্যাট সম্পর্কিত জাবেদা

বিক্রয় ভ্যাট ডেবিট নাকি ক্রেডিট?

ক্রয় ভ্যাট ডেবিট নাকি ক্রেডিট?

ভ্যট চলতি হিসাব কি সম্পদ?

ভ্যাট চলতি হিসাব আসলে একটা খতিয়ান এবং এটি ডেবিট অথবা ক্রেডিট উভয় ব্যালেন্সই প্রদর্শন করতে পারে। এটি ডেবিট ব্যালেন্স প্রদর্শন করলে বিপরীত দায় (Contra Liability) এবং ক্রেডিট ব্যালেন্স প্রদর্শন করলে দায় (Liability).

ভ্যাট সহ পণ্য ক্রয় জাবেদা

সকল প্রকার ট্যাক্স বা করের মতো ভ্যাট ও সরকারের পাওনা। নির্দিষ্ট সময়ে ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হয়। এর জন্য ক্রেতার কাছ থেকে আদায় করা ভ্যাট ক্রেডিট করা হয়েছে।

নগদ/ব্যাংক হিসাব ডেবিট

বিক্রয় হিসাব ক্রেডিট

ভ্যাট চলতি হিসাব ক্রেডিট

ক্রেতার কাছে

ক্রয় হিসাব ডেবিট

ভ্যাট চলতি হিসাব ডেবিট

নগদ/ব্যাংক হিসাব ক্রেডিট

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।