অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম

অনলাইন ভ্যাট রিটার্ণ

অনলাইনে VAT রিটার্ন দাখিল করার জন্য vat.govt.bd এই ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট করতে হবে। পাশাপাশি উক্ত একাউন্টটি আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন দাখিলের জন্য অথোরাইজড হতে হবে। আপনি আপনার অথোরাইজড আইডি দিয়ে লগ ইন করার পরে একটি ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে আপনার মুসক ৯.১ দাখিল অপশনটি বাছাই করতে হবে। এরপর আপনার ব্যাবসায়ের লেদনেন অনুসারে নির্ধারিত ছক ও সাব ফর্ম পূরণ করতে হবে।

তাহলে আমরা যদি অনলাইন রিটার্নের ধাপ গুলোকে একটা ফ্লোচার্ট হিসেবে ধরি তাহলে-

১। vat.govt.bd ওয়েবসাইটে একাউন্ট করা (১ম বার)

২। একাউন্টটি আপনার প্রতিষ্ঠানের ভ্যাট দাখিলের জন্য অথোরাইজড করা (১ম বার)

৩। একাউন্টে লগইন করে মূসক ৯.১ বা ৯.৪ সিলেক্ট করা

৪। আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ধরন অনুসারে রিটার্নের ফরম / অংশ গুলো পূরণ করা

৫। নির্ধারিত ডকুমেন্টগুলো আপলোড করা

৫। পূরণকৃত ফর্ম ভালোভাবে যাচাই করা

৬। সাবমিট করা

https://www.youtube.com/

যাদের ১৩ ডিজিটের BIN রয়েছে তারা অনলাইনে ভ্যাট দাখিল করতে পারবেন। সেক্ষেত্রে vat.govt.bd ওয়েব সাইটে একাউন্ট থাকতে হবে। শুধু একাউন্ট থাকলে হবে না, একাউন্টটি আপনার নির্ধারিত VAT সার্কেল থেকে অথরাইজ করিয়ে নিতে হবে। ভ্যাট অফিস একাউন্ট অথোরাইজ করে ড্রপবক্স এড করে দিবে। এই অথোরাইজ এবং ড্রপবক্স যুক্ত করা হলেই কেবল আপনি রিটার্ণ দাখিল করতে পারবেন।

আপনি যদি নিশ্চিত না হন যে ইতোমধ্যে আপনার একাউণ্ট অথোরাইজড বা ড্রপবক্স যুক্ত আছে কি না আপনি রিটার্ণ অংশে ক্লিক করুন। কোনো অপশন আসলে অলরেডি অথোরাইজড। আপনি অনলাইনে ভ্যাট দাখিল করতে পারবেন।

১। vat.govt.bd ওয়েবসাইটে একাউন্ট করা (১ম বার)

২। একাউন্টটি আপনার প্রতিষ্ঠানের ভ্যাট দাখিলের জন্য অথোরাইজড করা (১ম বার)

৩। একাউন্টে লগইন করে মূসক ৯.১ বা ৯.৪ সিলেক্ট করা

৪। আপনার ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ধরন অনুসারে রিটার্নের ফরম / অংশ গুলো পূরণ করা

৫। নির্ধারিত ডকুমেন্টগুলো আপলোড করা

৫। পূরণকৃত ফর্ম ভালোভাবে যাচাই করা

৬। সাবমিট করা

অনলাইন ভ্যাট রিটার্ন

ভ্যাট রিটার্ন দাখিল

ভ্যাট রিটার্ন অনলাইনে জমা

ভ্যাট রিটার্ন সাবমিশন

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।